দোয়ারাবাজারে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা দিলো দারুল হেরা প্রাক্তন ছাত্র পরিষদ
দোয়ারাবাজার সংবাদদাতা :
শিক্ষা মানুষকে আলোকিত করে, সমাজকে পথ দেখায়। সেই উপলব্ধি থেকে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের অন্যতম শিক্ষামূলক সামাজিক সংগঠন দারুল হেরা প্রাক্তন ছাত্র পরিষদ ২০২৫ সালের এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছে এক বর্ণাঢ্য আয়োজনে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় দারুল হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মঙ্গলপুর-এর হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ছাত্র পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হান্নান এবং সঞ্চালনায় ছিলেন পরিষদের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দারুল হেরা জামেয়ার সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা এমকেএম ফরিদ উদ্দিন বলেন, “এই তরুণরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজ পরিচালনার নেতৃত্বে আসবে। তাই কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই শেষ নয়, তাদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিও লালন করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক, মাস্টার কামাল উদ্দিন বলেন “শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সার্টিফিকেট নয়, বরং আলোকিত মানুষ গড়া। এই সংবর্ধনা উৎসব সেই অভিযাত্রার এক অনুপ্রেরণামূলক ধাপ।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দারুল হেরা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার আক্কাস আলী, লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী আলী আহমেদ মাসুদ, প্রাক্তন ছাত্র পরিষদের সাবেক সভাপতি মতিউর রহমান সাদেক, সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল হক,প্রাক্তন ছাত্র পরিষদ(হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ) এর সাবেক সভাপতি রেদওয়ানুর রহমান আঙ্গুর, আবুল হাসানাত, ইকরামুল হক মাজেদ প্রমুখ।
অনুষ্ঠানে হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং দারুল হেরা মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
পরিশেষে অতিথিদের আপ্যায়ন ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
দোয়ারাবাজারে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা দিলো দারুল হেরা প্রাক্তন ছাত্র পরিষদ
Reviewed by প্রান্তিক জনপদ
on
7/24/2025 08:33:00 PM
Rating:

No comments: